যে জাতির ঐতিহ্য ঐ সৌহাদ্য সম্প্রীতির অবয়বে ঢাকা
সে জাতি নহে ভীতু উচু শিরে চলে কালে কালে দেখা ।
যে জাতির ঐতিহ্য ঐ বিদ্রোহী কবি কাজী নজরুলের বাণী
সাম্যের গানে কত হুঙ্কার প্রতিবাদী কণ্ঠ আজও ঐ শুনি
যে জাতির ঐতিহ্য ঐ রবী ঠাকুরের অমর গাঁথা গান
আমার সোনার বাংলা -আমি তোমায় ভালবাসি-ওহে বীর্যবান ।
সে জাতি নহে থিতু উত্তাল তরঙ্গে অথৈ জলে নৌ পাল তুলে
যে জাতি সম্মুখে রণে  হঠিয়ে বাধা শক্তিমান বলে ।
সে জাতি পিছুন হতে অস্ত্র হাতে নহে দুয়ার খুলে
যে জাতির ঐতিহ্য ঐ মায়ের বুকে শহীদ গাজীর প্রাণ !
সে জাতি নহে পিছু নহে নতজান -ওহে তরুণ-ওহে প্রবীণ।
যে জাতি হারেনি কভূ এনেছে বিজয় হয়েছে মহিয়ান
সে জাতি উর্ধ্বশিরে হয়েছে আগোয়ান গেয়েছে জয়গান ।
যে জাতির ঐতিহ্য ঐ বঙ্গ বন্ধুর অবিনশ্বর আহবান
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ।
সে জাতি ভেঙ্গেছে সদা অশুরের ষড় জাল
ভ্রান্ত দূর্গ্  করেছে চুড়মার জেগেছে সদা মায়ের কোল ।
তবে কিসের ভয় হে জাতি ?
ঐ দেখ যোল কোটি -হিন্দু -বৌদ্ধ –খীষ্ট্রান-ওহে মুসলমান !
ছা্ত্র শিক্ষক জ্ঞানী গুনি কবি সাহ্যিক আরো কত পালোয়ান
শত দলে শত পথে নহে ভেদ নহে কালি আপন মতে গরিয়ান
তবে কিসের ভয় হে জাতি ?
তোমরা শ্রেষ্ঠ -তোমরা বীর্যবান- তোমরা লাল-সবুজের  প্রাণ
নহে কেহ দুর- নহে কেহ পর - একে অপর মুক্তির সোপান ।
এগিয়ে এসো হে- জাগিয়ে তুল হে-তোমার ভিতর রবি
অন্তঃ তুলিতে মুছে দাও ঐ কাল- এঁকে যাও আলোর ছবি ।
          -----------------