দুরন্ত ছেলে উড়ন্ত কবি জ্ঞানে গুনে মহারতি
কাব্যিক ছলে  ছুড়েছো সদা সত্য প্রেমের জ্যোতি
সাম্যের গানে তুলেছো সুর আপন আলয় অতি
সৃজনের ধারায়  মেলেছো ডানা হওনি কভূ নতি ।


নিপুন ছোঁয়ায় এঁকেছো কত কাব্য স্রোতের ছবি
প্রেমিকার বাণী প্রেমিক ছেলে ইকবাল মহাকবি ।
দুরন্ত ছেলের উড়ন্ত বিজয় অমর প্রেমের দাবী
সৌরভ ফুলে ছড়িয়ে গেছো গগণ পানের রবি ।


হিমেল হাওয়ায় শুভ্র কাশে সোনালী বিন্দু হেসে
ঐ ছুটেছে হয়নি ভাবা একই নায়ে ভেসে
শরৎ নদের প্রেম তরী  একে অপর পাশে
জীবন তরীর যাত্রী সবে  ক্ষণিক কর্মে এসে ।


ঝরেও বকুল মাল্য দানে সুবাস ফুলে ফুলে
নব্য রূপে গর্জে ওঠে ব্যর্থ্ অতীত ভুলে
স্বপ্নের কবি ইকবাল তুমি সম্মুখ যাও চলে
মগডালে ঐ নিত্য জাগ সুবাস পাপড়ি খুলে ।


বিদায় নহে বিদায় তোর- হে ক্ষণিক পাখি
যেথায় উড় খাকবে সদা প্রেমের অন্তঃ আঁখি ।
স্রোতের বাঁকে যেওনা ভুলে দিওনা অতীত ফাঁকি
এসো ফিরে গহিন তীরে এখনো অনেক বাকী ।


--------------------
আমার প্রিয় সহকর্মী- কবি মুহম্মদ ইকবাল এর বিদায় উপায় উপলক্ষে লেখা,