যৌবন এলো গো!
যৌবন এলো গো দূর্গ্ম গিরি বিজয়ের নিশান উড়ায়ে
ঐ এলো গো-
দুর্বার ঝান্ডা লয়ে অশনি রে তাড়ায়ে।।
সে এলো রঙ্গিন পাখায় পাখায়- বঙ্গ জননী
নব  উত্থানে স্বপ্নীল জাগরণে এ  ধরনী.
ঐ এলো গো-
যৌবন এলো গো- স্বপ্ন দেখায় গো…
কিন্তু বিদায়- একি দেখি গো! কান্না আসে গো!
উদয়ের সূর্য্ (আ-হা) অন্ধ চোখে চায়
দিবসের দীপ শিখা গোধূলীর আভায় হারায়ে ।
যৌবন এলো গো!
ক্ষণিক উত্তালের গর্জ্ন শুনি, অকাল বীর্যের  ক্ষয়,
জাতিকে শুনায় বিদায় ঘন্টা, যুদ্ধকে করে ভয়!
যৌবন এলো গো! যৌবন এলো-
মাদক নেশা, অস্ত্র হাতে- কোন সে দুর!
কোন মিছিলে (আ-হা) বাজে সৈনিকের সুর?
ওহে যৌবন! যেতে হবে অনেক দুর
অন্ধ চোখে বিজয়ের জ্যোতি ছড়ায়ে!!
--------------------------