তুমি যে ছাত্র,
লেখা- পড়া ছাড়া কর নাকো সময়ের অপচয়,
খাতা -কলম -বই  যেন তোমারই তপস্যা হয় ।
ছাত্র হয়ে অজ্ঞতাকে সঙ্গী ভাবা ছাত্রের ই অপমান,
তাই জ্ঞানের জ্যোতি শিক্ষাকে মূল্য দিয়েছে কোরআন,
পড়, পড়, বেশী পড়, পড়লে তুমি অধিক জানা
যুদ্ধ জয়ী ভ্রান্ত গ্রাসিতে তুমিই এক মুক্তি সেনা ।


জ্ঞনের পথিক তুমি ! আজকে তাই খাতা কলম বই ধরে
স্কুলে চল,স্কুলে চল, জাগাও মশাল জ্ঞান সাধনার তরে
আঁধার জগতের রেটিনা তুমি দেখতে পাবে দূরে
আজই তপস্যা কর প্রেমের প্রবাহে আপনটি করে
জ্ঞানীরা হাসে আর মূর্খরা কাঁদে মুক্তির পথ খোঁজে হায়
বুঝেনি তো আগে শিক্ষা যে  আলো - কি এখন উপায়!


তুমি যে ছাত্র,
তোমার কাঁধে আসবে ফিরে আগামী মুক্তির মশাল..
তোমার পানে চেয়ে আছি ওগো- ধরবে তো হাল ?
তোমরা তো প্রত্যাশার কালজয়ী গান,
অমর বিজয়ী শ্লোগান, আঁধারের আতংক,বাতিলের ফরমান
দুষ্ট সঙ্গে কর নাকো তোমার লেখা পড়াকে অপমান!
আপনার অবহেলায় বিজয়ের মশালকে পর করে
যেও নাকো তুমি আর ! যেও নাকো তুমি আর !


তুমি যে ছাত্র-শুধু যাও পড়ে,শুধু যাও পড়ে, অবিরত পড়ে…
তোমাকে চাই হে -এ প্রাণে, এ মায়ে – প্রেমের বক্ষ গৃহে.
যেও নাকো ঝরে লেখা পড়া ভুলে দুষ্ট চক্রের মোহে।
---------------------------------------