সম্মুখে সাহসী পাঞ্জেরী, বিজয় আসন্ন;
স্বাধীনতার রৌদ্র ক্রমে হতেছে  প্রসন্ন ।
শিরা- উপশিরায় তরঙ্গ বয়ে যায়
মুক্তির চেতনা; স্নিগ্ধ রজনি গন্ধায়
বৃদ্ধ- বৃদ্ধা -তরুণ –তরুণীর দুরন্ত গতি!
জাগি ওঠিছে যেন প্রখর উত্তাপে রাত্রি..
বজ্র কণ্ঠের উত্তালে চৌদিকে মুক্তির ধুম
গর্জিছে মুজিব সেনা নাহি বিশ্রামের ঘুম !
গিয়েছে যুদ্ধে- ছুটিছে দামাল ছেলেরা দেশে
এনে দিতে হবে স্বাধীনতা পণ করেছে শেষে।
ডাক দিয়েছে বঙ্গ বন্ধু ,ছুটেছে হন্য হয়ে
বঙ্গ তাজ ধরিছে হাল মুজিবের দীক্ষা লয়ে
দমেনি কভূ বীর বাঙ্গালী পরাধীনতার দুঃখে
তুলিছে শ্লোগান ”জয় বাংলা” গাহিছে মুখে মুখে…
শুনিছে ডাক মুজিব কণ্ঠে…
এবারের সংগ্রাম -মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম- স্বাধীনতার সংগ্রাম
জয় বাংলা শ্লোগানের শক্তি এ- প্রাণে ও –প্রাণে
কে বলেনি? কে শুনেনি? কে ছুটেনি মুজিবের আহ্ববানে…
আজ ব্যথিছে বক্ষের কাছে ঘাতকের বুলেট ভার
বিদ্রোহীরা পারেনি, পারিছে বিশ্বাস ঘাতক সন্তান মা’র ।
আজ পশ্চাতে স্বাধীন পাঞ্জেরী, পরাজয় আসন্ন’
লাল-সবুজের সূর্য্ ক্রমে হতেছে মূল ছিন্ন।
তবু এ সময় নহে তোর কাঁদিবার
জাগি ওঠ পিতার মন্ত্রে-ওহে  ‍দুর্বার।
বিদায় নহে তারে আগামীর পথ আয়োজনে
চল সবে চলি স্বাধনীতার চেতনা রেখে মনে ।
দেখরে দেখ জাগিছে আজ বিজয় কেতন
জাগিরে জাগা লাল-সবুজের হৃদয় চেতন ।
----------------------------------