মানুষের চরিত্রে হিংস্রতা উগ্র হয়ে উঠেছে;
যৌবনের রহস্যময়ী আবদনেরা কত যে নিষ্ঠুর!


যে প্রিয়াকে গভীর হতে ভালোবেসেছে
অথচ পশুর যৌবিক আবেদন কোনদিন জাগেনি,
সেই শুভ্রতার জগতে
শরৎ এর নীলামায় অন্ধকার নিবিড় হয়ে উঠেছে।


মনে হয় কোন উলঙ্গ জন্তুর উম্মুক্ত পল্লী
সেই মানুষেরা আজ এক রক্তাক্ত গঙ্গায় নিষিদ্ধ সঙ্গমে..


পরকীয়ার উত্তাল তীরে
কিংবা জ্বলন্ত অগ্নি ঊনুনে
অথবা অশুভের জাগরণ মঞ্চে
আজ নেই, কোন এক পবিত্রতা -ছিল একদিন,
কোন এক লজ্জা ছিল;
মুমিনের আদর্শে গড়া এক চরিত্র;
ইসলামের পতাকা,শান্তির তোরণ, পবিত্র প্রণয়ের চির উজ্জ্বল স্পর্শ্,
আজ বিলুপ্ত সভ্যতা, বিলুপ্ত উত্তম চরিত্র, চির মলিন নবীজির ফরমান,
লাজহীন পুশুত্তে ভরা এক মানব প্রাণ;
রক্তের বন্যা, কান্নার রোল, অনিষ্ট প্রাণ,দুষ্টের নগ্নতা
আজ জাগ্রত পরকীয়া, আজ মৃত সভ্যতা, আজ বিলীন মানবের লজ্জা,
আজ তুমি অপবিত্র নারী, আজ তুমি অপবিত্র নর-
এ কি এলো! এ সুন্দর পৃথিবী প্রতিদিন।
ধর্মের বিধানে অনেক শান্তি ছিল
অনেক পবিত্র জীবন যাপন ছিল,
আজ তুমি হলে-বেশ্যা, আজ তুমি হলে নরঘাতক
পিতা-মাতা হারা সন্তানের অভিশাপ
চির উম্মাদ ,পশুত্তের অবয়ব!
এ ধরনীর কলঙ্ক, পরকীয়ার উপমা-


নিষিদ্ধ প্রণয় গালিচায় রক্তভ রৌদ্রের তপ্ত শিখা,
উলঙ্গ উম্মাদের নগ্ন ফোয়ারা!
আজ তুমি পরকীয়া প্রেমিক-প্রেমিকা ।
নির্লজ্জ বেশ্যা- নরঘাতক- ধর্ষক!
---------------