কথায় কথায় কেন এতো অভিমান!
আমি বুঝি না এ ভালবাসার ব্যাকরণ,
হৃদয় নিংরানো উচ্ছাস কিংবা অভিব্যক্তি
আজ যেন একাকী পথে প্রিয়ার বিরুক্তি।
কিন্তু  ঝর্ণা ধারা দেখ
বিরামহীন দিগন্ত ছাড়িয়ে..
চলছেই বয়ে চলছেই শত বাধা পেরিয়ে ..
তোমার উঠতে বসতে এতো অভিধান,
এতো শব্দ, এতো বাক্যে তোমার সংবিধান!
এতো ভালবাসা নয় যেন  জাহেলীর শাসন-
তুমি ভুলে গেছো নীলিমার নেই কোন অভিধান
সমুদ্রের নেই কোন জড়তা,
ভালবাসা ব্যাকরণ বুঝে না কখনো।
বুঝেনা অপবাদ, মিথ্যাচার, সে তো হৃদয়ের রচিত বুলি.
জলরাশির মতো বেগবান, এক দুর্বার প্রেমিকের তুলি!
শিল্পির সাধনা - কল্পিত প্রেমিকার ছবি,
শুধু তুমি, শুধু তুমি…
রক্ত ক্ষরণের চেয়ে বড় কোন ঝড় নেই.
যে ক্ষরণে কম্পন ওঠে অবিরত, অবিরত
কবির কাব্যে, প্রেমের সংবিধানে।
ভালবাসা ব্যাকরণ বুঝে না কখনো।
হৃদয় জাগে না কখনো ব্যাকরণ বুঝে
সে ছুটে আপন ভঙ্গিমায়, প্রেমিকার খুঁজে।
শুধু প্রেমিকার খুঁজে…
ভালবাসা চিরছন্দময়, কিন্ত সে কি ছন্দ জানে?
আপন গতিতে সে ব্যাকরণ খুঁজে নেয় অভিধানে।
তুমিই শুধু কর অভিমান, শুধু খুঁজ ব্যাকরণ
হৃদয়ের ক্ষরণই জানি পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান।
প্রেমের চিঠিতে কেউ কি খুঁজে শব্দের বানান?
তবে কেন তোমার এতো অভিমান?
----------------------------