ঘন্টা বাজে না-ঘন্টার ধ্বনি প্রত্যহ শুনি!
তুমি কি পাও না তবে, ছুটির ঘন্টা ধ্বনি?
বার্তাহীন ঘন্টা বাজে,বোঝ না কি ভাষা,
ঘন্টা যে নিষ্ঠুর খুবই, বোঝে না ভালবাসা!
তাও কি আচমকা ছুটি! কেড়ে নেয় প্রাণ ফুল,
প্রাণের ভাষা বোঝে না, নিথর করে দেহ কূল!
এ কি নিষ্ঠুর ঘন্টা! বার্তাহীন ছুটি দেয়  ধরণী
প্রাণের কপাট খুলে না প্রেমিকার আহজারি শুনি
পাঠশালা বদ্ধ, চিরতরে বদ্ধ , ছুটি এসে গেছে
আজ যে অনন্তের পথে,  সেই তারই কাছে…
তুমি  একাকী এতোই দুরে পাবে না কারো প্রীতি
ঘন্টা বেজে গেছে, পরীক্ষা শেষ!
আজ যে ছুটি!
প্রহরী তোমাকে দিবে না কভূ সময়ের স্থিতি!
ধরনী বলে মৃত তুমি, তুমি বোঝ নাই.
তোমাকে বার্তা না দিয়েই তোমাকে দেয় বিদাই..
এ কি নিষ্ঠুর ঘন্টা!
প্রিয়-প্রেয়সী, আপন –পর প্রতিদিন,
যারা কিনা কখনো তোমাকে করেনি মলিন!
আজ সব পর! কি করেছো তুমি জমা ?
আজ যে ছুটি! পাবে কি প্রভূর ক্ষমা?
মুক্তি সুরভিত করে; তোমার ইবাদত
ঝড় আসে, তুফান আসে, মুক্তি আনে রহমত
তোমাকে যে বার্তা দিল খুলে দেখ তার খাম
এক আল্লাহ, নবী রাসূল ,হৃদয়ে লিখ নাম।
------------------------------------------