লোভেরা তুলিছে হিংস্রের মতো গর্জ্ন
সত্যেরা লুকিছে পরাজিত সৈনিকের মতন;
জাগিছে মিথ্যেরা নিষিদ্ধ পল্লীর মতো উলঙ্গ
চৌদিকে নির্লজ্জ বেহায়া যুবক যুবতীর গোপনাঙ্গ!
ঝরিছে ফুল বাগানে বাগানে মালিরা নিশ্চুপ!
আকাশে চাঁদ বিরহী ঘন কালো খুব;
কে যেন ভিন সুরে গাহিছে পরাজিত গান
সন্ধ্যা নামিছে শুভ্র গগনে,দিনের অবসান।
অচেনা পথে ছুটিছে ন্যায়েরা নগ্ন পায়ে
বিনিদ্র রজনী চোর ডাকাত দলেরা অস্র লয়ে;
শান্তির ভুবনে স্তব্দতা নিঝুম বিষন্নতা..
প্রেমিক প্রেমিকারা পথ হারিয়ে পথে ঘাটে ধর্ষিতা
সত্য ও ন্যায়ের আঙ্গিনায় দোযখের অগ্নি জ্বলে
অঙ্গে অঙ্গে নিষিদ্ধ সঙ্গমে লুটেরা দলে দলে
হক -বাতিলের যুদ্ধে বাতিলেদের জয়.
একি বিশ্ব! একি মানবতা! কেন এত ক্ষয়?
মানুষের মানবতা বিজয়ের পথ ভুলে
রক্ত চোষে জোঁকের মতো অথৈ জলে
লোভেরা তুলিছে হিংস্রের মতো গর্জ্ন
সত্যেরা লুকিছে পরাজিত সৈনিকের মতন;
আকাশে চাঁদ বিরহী ঘন কালো খুব;
মানুষের মানবতায় জাগিছে লোভ।
বসন্ত নেই ,শরৎ এর নীলিমা নেই, শুধু অমানিশা.
চৌদিকে বর্বর হিংস্রতা ছদ্মবেশী সাধুদের তামাশা।
তবু মানুষ শ্রেষ্ঠ তবু মানুষ  মুক্তি ।
------------------------------------------------------