নব যুগের সকল জঞ্জাল ছুড়ে ফেলে সুচি-
ধরা রচনায় নজরুলের সাম্য ভ্রাতৃত্বের,
শব্দের ঝংকার আজ বড়োই প্রয়োজন।
একবিংশ শতাব্দীতেও নজরুল চির অম্লান,
চির ভাস্বর রুপের নব ধরা রচনার অগ্রপথিক।
নষ্ট রাজনীতিবিদের পশ্চাৎ দেশে সজোরে প্রচন্ড কষাঘাত-
করতে নজরুলের কলমের কালি বড়োই প্রয়োজন আজ।
ফিরে আসুক নজরুল আবার,
সকল জঞ্জাল ছুড়ে ফেলে সাম্য মানবতার জয়গান গাওয়ার জন্য।
ফিরে আসুক সকল ধর্মান্ধতা দূর করতে।
ফিরে আসুক মোল্লা মুন্সি ধর্ম ব্যবসায়ীদের,
ধর্মের নামে অধর্মের মুখশে কালি লেপনের জন্য।
ফিরে আসুক নজরুল সাম্প্রদায়িক উগ্রবাদের বিরুদ্ধে বার বার বিদ্রোহ করতে।
ফিরে আসুক নজরুল সুশীলতার নামধারী,
সকল কুশীলবদের কালো মুখোশ উন্মোচন করতে।
বার বার চাই ফিরে আসুক নজরুল,
শুধু কোন যুগের হয়ে নয় যুগ যুগান্তর ছাপিয়ে শতাব্দীর পর শতাব্দী হয়ে অনন্তকাল জুড়ে।