যেমন করে ফুল কাননে
পূস্প কলি ফোটে,
যেমন করে পুব আকাশে
সূর্য হেসে উঠে।
যেমন করে পাখ-পাখালি
মধুর গান গায়,
যেমন করে মন কাড়ে ঐ
দখিনা ফাগুন বায়।
যেমন করে রাত আঁধারে
ছড়ায় আলো বাতি,
যেমন করে দিবালকে
সূর্য বিলায় ভাতি।
তেমন করে এসেছিলেন
শুধরে দিতে ভুল,
তিনি হলেন''দয়ার নবী"
মুহাম্মাদ রাসুল। (সাঃ)