শিশির ভেজা শীত সকালে
উঠছে রবি হেসে,
জ্বলছে দেখ মুক্তো কণা
সবুজ দূর্বা ঘাসে।
এখনও তবু শুয়ে আছে
অলস গাছের ছায়া,
শিউলি-বকুল ছড়িয়ে দিল
মুক্ত মনের মায়া।
দোল দিয়ে যায় নদীর বাঁকে-
সাদা কাশফুল,
ধানের ক্ষেতে সোনার ফসল
মন করে আকুল।
নীল আকাশে মেঘের ভেলা
ভাসছে আপন মনে,
শীত পরশে যাই হারিয়ে
ফুল কলিদের বনে।