কোথায় আছ,কেমন আছ,
আছ কত দূরে;
কাটছে কেমন সময় তোমার?
জানতে ইচ্ছে করে।
এখনও কি বৃষ্টি এলে
উচ্ছাসে দু'পাখনা মেলে,
গাও মিতালি সুরে?
কেমন আছ নীলান্জনা!
বড় দেখতে ইচ্ছে করে।
স্বপ্নগুলো স্মৃতির পাতায়
ঢেউ তুলে যায় প্রদাহ-ব্যাথায়,
বৃষ্টি ভেজা প্রত্যুষে আজ
তোমায় মনে পড়ে।
হাড়িয়ে গেছ কোন সুদূরে
জানতে ইচ্ছে করে।।
জানি আমায় নেইকো মনে
তবু,
যাচ্ছি তোমার প্রহর গুনে,
যদি কভু ফিরে আস-
ভেঙ্গে যাওয়া ছোট্ট নীড়ে।
কোথায় আছ নীলান্জনা!
বড় জানতে ইচ্ছে করে।।