টনকটা নড়েছে কপালটা ধরেছে
এইবার দেখ সব
রসাতলে যায়,
চুরি করে সব টাকা
দিয়েছ কত যে ধোঁকা
রেখেছ গুদাম ভরে
সোনা-রুপা তায়,
হায় হায় সব যায়-
রসাতলে যায়।
বউয়ের গলার হাড়
প্রতিমাসে তিন বার
দিয়েছ নিত্যদিনে
নবরুপ গায়,
ছফরে এরোপ্লেন
বোতামে সোনার চেন
প্রতিদিন খরচায়
কোটি টাকা যায়,
হায় হায় পরিতাপ-
সব চলে যায়।
ছেলে-মেয়ে রাত-দিন
নেচে গেছে তাকধিন
নাতি-পুতি হরদম
চায়নিজ খায়,
অফিসের কোণে বসে
চাঁদাবাজি কর কষে
গরিবের লুণ্ঠিত
টাকা কর আয়,
যায় যায় সব আজ-
ফাঁস হয়ে যায়।
দামী গাড়ী,বাড়ি বেশ
জায়গার নাই শেষ
কত-শত দরিদ্র
নীরবে তাকায়,
আজ সেই অহমিকা
দাপটের রাজটিকা
একে একে সব কিছু
ধূলি হয়ে যায়,
যায় যায় সব যায়-
কেন কর হায়!