আকডুম বাকডুম
বউ নাচে ঘরে,
তাক্ধীন-তিন দিন
আমি আছি মরে;
নয়তো সত্য মরা
শুধু অভিনয়,
দেখছি কেমন করে
বউ সুখে রয়।
বুলি ছাড়ে দিন-রাত
তুমি মোর জান,
কভু যদি ছেড়ে যাও
দিয়ে দেব প্রাণ;
সব চাল বুঝে গেছি
সে তো কাল সাপ,
এতো দিন যা করেছি
শুধুই পরিতাপ!