আমি দুঃখ কে করেছি পরাজিত-
দুঃখ কে আর পাইনা ভয়,
হাজার কায়ক্লেশে
সাজিয়েছি জীবন তরী,
সেথা প্রদাহ-প্রভঞ্জনেই প্রত্যুষ হয়।
হাজার কবন্ধ-অকালকুস্মাণ্ড করে,আমার সঙ্গদিয়ে বাস;
চাইনা সুখের ছোঁয়া
বা মিতালী মায়া,
তুশাগুনে পুড়ে করেছি ভস্ম
মনের যত আশ।
কল্পলোকের সিংহাসনে
নেচে যায় কলাপি,
বিরামহীন বিষণ্য মনে-
বিরহ সুরের তালে;
মুখরিত,সবুজ পৃথিবী-
আজ কাঞ্চন কল্লোলে।
আমি চাইনা ওসব কিছু,
কি-ইবা হবে ওসব দিয়ে?
শুধু চাই,শুদ্ধতার বীণায় তুলিতে সুর-
নিষুপ্তি রাতের ইন্দুজালে।।
তাই বুঝি দিয়েছে দেখা কলিরসন্ধ্যা সহসায়,
কাজল অক্ষি ভিজে শরবর;
অগম্যে দুঃখের তরী ভাসাই।
আমি চাই,
আরও দুঃখ চাই!