এই কী তবে জীবন! এই কী তবে সেই ভবিতব্যের অন্ধকার
কালের মন্দিরে বাসি মরা ইঁদুরের মতো
ঘাড় গুঁজে পড়ে আছি
তোমাদের পূজাপাঠ, পার্বণের উৎসবের দিনে
ধুয়ে দাও বেদনার বেদি
দয়া করো, এ নিকৃত জীবন, তুচ্ছ সুখের লাগি নির্ঘুম চোখ-
কতবার ফিরে গেছে তোমাদের মুখে মুখে
পাওনাই টের
মহাযাত্রা, মহানন্দার তীরে পূণ্যার্থীর পায়ে পায়ে ধুলাবালি কাঁদা ছুয়ে
কতোই তো মেগেছি ভিখ
ভরেছি ঝোলা, পানপাত্র ভরেছি মহাজীবনের সুধায়
তবুও তো মেটেনি ক্ষুধা
পার্থিব জীবন রক্তের কাছে গিয়ে নতো করে মাথা
ধুয়ে দাও বেদনার বেদি-
ছুয়ে দাও এই সমস্ত ব্যথা, ব্যথার উর্ধ্বে উঠে
হলেই না হয় খুনি
এসো  লুডোভিসি, সেই ছোরা হাতে, আরেকটা শোলক শুনি।