প্রেম,ভালোবাসা আসলে এগুলো এক ধরনের প্রতারণা
        স্রেফ দুর্ঘটনা।


আমি আমার মনকে কঠিন করে বেঁধে রেখেছি
যেমন শিক্ষক ছাএকে রাখে।
প্রেম বিষয়টি আমার কাছে অরুচিকর
স্রেফ আমি প্রেমে বিশ্বাস করিনা।


আমি আমার জীবনকে সুন্দর করে গরেছি,
লেখাপড়া শেষ হওয়া মাএই ভালো চাকরি পেয়েছি,
কোনো অভাব আমাকে স্পর্শ করতে পারছেনা।


তো সমস্যা ওই একটাই
আমার বিয়ে বিষয়ক কচকাচানি,
আমার বন্ধু স্বজন অত্মীয় সর্বদাই হাপিত্যেশ করে মরে
আমার বিরক্তি বাড়ায়।


হঠাৎ এক দুর্ঘটনা ঘটলো আমার জীবনে
যেন টর্চের আলো এসে পড়েছে আমার অঙ্গে,
আমর হৃদয় বলে উঠলো সে এসে গেছে-
সে আসবেই আঠারোতে এলোনা_
এই এিশে কেন?


আমি ক্ষনিকেই বদলে গেলাম
একদিন কথা না হলে মনে হয় কত বছর হয়েছে।


প্র্রেম এত সুন্দর সৌরভময় আমি জানতামনা
প্রেম আমাকে গ্রাস করে নিল-
আমাকে জ্বালিয়ে দিল?


আমি আগেই বলেছিলাম_
   প্রেম একটি প্রতারণা
    স্রেফ দুর্ঘটনা।