আজ আমি নিঃস্ব,নেই কাছে অর্থ
বন্ধু-বান্ধব ,আত্মীয়-স্বজন,শুভাকাঙ্খী
কেউ দেয়না আর সঙ্গ


আজ আমার নেই বাড়ি,নেইভূমি
শুধু আছে পাশে খাঁ খাঁ মরুভূমি।


দুদিন ধরে এই শুন্য মরুর বুঁকে আছি
কোনো শুভাকাঙ্খী আসেনি মোর পাশে,
এসেছিলএক রুগ্ন দেহের নারী
যাকে আমি অনেক ঘৃনা করি।


সে বলেছিল...
আপনাকে আনেক খুজেছি,একি দুর্দশা
ভিখারি বেশে,এই মরুর দেশে।


অশ্রু সিক্ত চোখে বললাম
তোমাকে অমি ভালোবাসি...


আমি রুগ্ন দেহের,কুরুপা এক নারী
আমি চাইনা আপনার সম্মানে পড়ুক হানি।


আজ আমি নিঃস্ব,নেই কাছে অর্থ
বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন,শুভাকাঙ্খী
কেউ দেয়না আর সঙ্গ।