প্রেম বিহীন না চলে স্বর্গ,না চলে মর্ত্য
প্রত্যেক জীবের মাঝেই প্রেম অর্ন্তনিহিত।


প্রেম যাকে স্পর্শ করা য়ায় না,ধরাও য়ায় না
স্রেফ-প্রেম মানুষের হৃদয়ে করে বাঁস।


হৃদয় দিয়ে অনুভব করা য়ায়...
প্রেমের সুন্দর্য্য,সুলভতা আর মহাত্ব।


প্রেম বিধাতার এক অপূর্ব সৃষ্টি
যা জীবের মাঝেই বিরজমান।


প্রেমের বিভাজনেই স্বর্গ ও নরকের সৃষ্টি
প্রেম-ই জীবের আসল শক্তি।