আজ পৃথীবি অন্ধকার...
ঘন কলো মেঘে আচ্ছন্ন;
কোনো স্থানে নেই একটুও আলো।


হঠাৎ এক আলোর কুন্ডলি...
আমার ঘড়কে করলো আঁলোকিত
সেই আলোর উত্তাপে...
অচমকা লক্ষ করি জানালার দিকে।


ক্ষনিকেই আবার সেই গাঢ় অন্ধকারে পড়ে ঢাকা
আমি ভাবি এটি আমার স্বপ্ন না হয় কল্পনা।


না,এটি স্বপ্ন নয় এটি বাস্তব!


আবার সেই আলোর কুন্ডলি
আমার ঘড়কে করলো আলোকিত।


আমি আবার লক্ষ করি
কুন্ডলির আলোর উৎসের দিকে।
হঠাৎ কুন্ডলির বিধ্বস্তএক আলোক রশ্মী
এসে পড়লো আমার চোখে...।


সে আলোয় আমি আলোকিত হয়ে গেলাম
আমি ছটফট করছিলাম...
সেই কুন্ডলির উৎসের সাথে মিলিত হবো বলে।


আমি দ্রুত বেগে ঘরের বহিরে এলাম
আবার সেই গাঢ় অন্ধকার
আমাকে আচ্ছন্ন করে ফেলে।


আমি চারিদিকে লক্ষ করলাম
শুধু গাঢ় অন্ধকার,আলোর রেশ পর্যন্ত নেই।


আবার আমি ভাবলাম এটা সত্যই কল্পনা
হঠাৎ এক সুন্দর কন্ঠের বাক্য শ্রবণ করলাম;
আমি ভয়ে ভিতু হয়ে গেলাম...


সে বললো ভয় পেয়না
আমি তোমার হৃদয়ের রাণী
যাকে তুমি সর্বদা খুজে হয়েছ ব্যাকুল।