আজ এই ঘন বর্ষার দিনে
একটি স্মৃতি বারবার পড়ছে মনে-


গোলাপের পাঁপরির মতো ঠোটের মিষ্টি হাসি
আয়ত চোখের দৃষ্টি আর বহারি কেঁশের ঝাঁকুনি
হৃদয়ে আমার বার বার দেয় দোঁলা,
সেই সুহসিনী নারী।


এভাবেই কেটে গেছে দুটি বছর
শুধু স্মৃতিটুকু আছে পড়ে।


মাঝে মাঝে হই শুধু বিস্মিত
আমাকে ঘিরেই ছিল তার শত স্বপ্ন।


হঠাৎ এক স্পর্শে আমি কেঁপে উঠি
    কে তুমি...
আমি তৃণলতা।


এত দিন পরে কোথা থেকে এলে-
কান্নাচ্ছলে আজ আমি নিঃস্ব,
নেই আমার সতীত্ব।


তৃণলতা এ বাক্য আর উচ্চারন করোনা...
তোমার শরীরকে আমি ভালোবাসিনি,
ভালোবেসে ছিলাম তোমার হৃদয়কে।


তোমার হৃদয় আমারি আছে,
তাই-তুমি আবার এসেছ ফিরে।