নীল আকাশের নীচে আর
            নদীর পারে বসে,
ভাবি শুধু তোমার কথা
            ছিলে তুমি পাশে।
মাঝে মাঝে মন আমায়
            নদীর স্রোতে ভাসায়,
এখনো আমি বসে আছি
            শুধু তোমারি আশায়।


রোজ রাতে চাঁদ ওঠে
           ওই আকাশের পানে,
ওই চাঁদ তোমার স্মৃতি
           আনে গানে গানে।
চাঁদকে বলি তুই কেন
           আমার দুঃখ বাড়াস,
রোজ কেন তার কথা
           তুই মনে করাস।
কতো ভালবাসি তারে
           বলা যায় না ভাষায়,
আজো আমি নদীর পারে
           বসি তারই আশায়।


দিনের পর দিন গেল আর
           মাসের পরে মাস গেল,
তবুও সে আমার কাছে
           ফিরে আর না এলো।
মনের কথা বলবো কারে,
           কাউকে পাইনা মোর ধারে।
রোজই পরও তুমি মনে
            জাগো মনের ঊষায়
আজো আমি বসে আছি,
            শুধু তোমারি আশায়।