দিন শেষে হাজার টাকা
রুজি হলে কভু,
হারাধনের পরিবার বড়
দিন চলেনা তবু!
শ’টাকার দশখানা নোট
সম্বল তার মোটে,
তাই নিয়ে বাজার করতে
গঞ্জের হাটে ছুটে!
ফ্লেক্সিলোডে এক’শ টাকা
হয়ে গেল ক্ষয়,
হাজার টাকা খুচরো হয়ে
রইল বাকি নয়!
নয়খানা নোট নিয়ে এখন
ঘুরে সারা হাট,
এক’শ টাকার গামছা কিনে
রইল বাকি আট!
কেজি চাল একবেলাতে
রাঁধতে গেলে ভাত,
এক'শ টাকার চাল কিনে
রইল বাকি সাত!
শীত পড়েছে বেশি বলে
মনে জাগে ভয়,
এক'শ টাকায় কম্বল কিনে
রইল বাকি ছয়!
বউ বলেছে বাজার থেকে
আনতে হবে মাছ,
পাঙ্গাশ কিনল এক’শ টাকা
রইল বাকি পাঁচ!
বিন্দু ভুগে পিত্তরোগে
ওষুধ লাগে তার,
এক'শ টাকায় ওষুধ কিনে
রইল বাকি চার!
পিঁয়াজ, আদা, মশলাপাতি
লাগছে প্রতিদিন,
এক’শ টাকা খরচ তাতে
রইল বাকি তিন!
এক’শ টাকার আলু,পটল
সজনে ডাঁটা, পুঁই,
গোনে দেখে বারে বারে
রইল বাকি দুই!
পানসুপারি কেনার পরে
বিস্কুট আর কেক,
ফুরিয়ে গেল আরও এক’শ
রইল বাকি এক!
রইল মোটে এক’শ টাকা
ভেবে হয় অস্থির!
মাস ঠেকেছে শেষের দিকে
ভাড়া নেই বস্তির!