সময় পেলে একটুখানি
দেখি বাংলাদেশটা,
বনের ধারে, নদীর পাড়ে
সবুজ পরিবেশটা।
হিজল বন, শিমুল বাগান
কিংবা সুন্দরবনটা,
চায়ের বাগান, সবুজ পাহাড়
ভরে সুন্দর মনটা!
পাল-তোলা নৌকা দেখি
দেখি বকের সারি,
হলুদ সরষে ক্ষেতে দেখি
শাড়ি পরা নারী!
রোদের মেলা, বটের ছায়া
পাখির কলতান,
চাষীর মুখে হাসি দেখি
কন্ঠ ভরা গান!
মাঠে চড়ে গোরুর পাল
নদী ভরা জল,
মাঘের শীতে নরম ঘাসে
শিশির টলমল।
চৈত্র মাসের তপ্ত রোদে
পিপাসিত বুক,
আষাঢ় ঢলে নেয়ে মাটি
বুক ভরা সুখ।
সাগর নদী ঝরনাধারায়
মনমাতানো সুর,
চোখের কাছে শস্যশ্যামল
নয় সে বহুদূর!