মৌসুমে ফসল কাটে
উদ্বোধনে ফিতা,
জন্মদিনে কেক কাটে
সাথে লয়ে মিতা।
চাঁদের বুড়ি চরকা কাটে
নরসুন্দর চুল,
তাল কাটে গানে যদি
একটু হয় ভুল।
কেটেকুটে রাঁধুনিরা
মজার খাবার রাঁধে।
কথার হলে কাটাকাটি
ঝগড়া জোরে বাঁধে।
পরের কথায় ফুরন কাটে
নিজের না থাকলে কাজ,
পরের চরকায় তেল দেয়
ভুলে গিয়ে লাজ।
সুইমিংপুলে সাঁতার কেটে
বড়লোকে মজা লুটে,
পকেটমারে কাটলে পকেট
উত্তম-মধ্যম ভাগ্যে জুটে।
ছোঁবল যদি মারে বলি
কাটল তাকে সাপে,
কাটাকাটি হলে কোথাও
ভয়ে বুকটা কাঁপে।
অপমৃত্যু হলো যার
ট্রেনে কাটা পড়ে,
সুরতহাল করতে যায়
লাশকাটা ঘরে।
একটু হলেই বেখেয়ালি
কাটে নাচের তাল,
ফাঁদে পড়ে কুমির আনে
নিজে কেটে খাল।
টিকেট কেটে ট্রেনে চড়ি
চেক কেটে টাকা,
কাটা ঘায়ে নুনের ছিটে
যায় না চুপ থাকা।
মন্দ কাজে ধরা পড়লে
লজ্জায় মাথা কাটে,
পাওনাদারের দেখা পেলে
দেনাদারে পাশ কাটে।
সন্তান-মাকে আলাদা করে
কাটে যখন নাড়ি,
পাসপোর্টে গলা কাটে
বিদেশে দেয় পাড়ি।
‘মুড-অফ’ হয়ে যায়
রেশ গেলে কেটে,
পরের যাত্রা ভঙ্গ করে
নিজের নাক কেটে।
আঁধার কেটে গিয়ে
আলো যখন ফোটে,
কুয়াশার চাদর কেটে
রাঙা সূর্য ওঠে।