নও তুমি জাদুকর,আছে কি যে মন্তর!
মানুষের কল্যাণে নিবেদিত অন্তর।
মহিয়সী নারী তুমি বঙ্গবন্ধু তনয়া,
অসীম সাহসী তুমি, তুমি উদার বিনয়া।
দিবাযামী সারাক্ষণ থাক তুমি ব্যস্ত,
মহামারী কোভিড ডেঙ্গু সব হ’ল পরাস্ত!
অসম্ভব যুদ্ধে জয়ী তুমি দেশের রত্ন,
দেশের মানুষ যেন করে তোমার যত্ন।
তোমার ধমনীতে বহে মুজিবের’ই রক্ত,
বিশ্বের কোটি মানুষ আজ তোমার ভক্ত!
দেশের তরে জন্ম নিয়ে তুমি হলে ইতিহাস,
একদা যে ছিলে তুমি নিজ দেশেই পরবাস!
দিন বদলের হাওয়ায় আজি জাতি কলঙ্কমুক্ত!
‘মাদার অব হিউমিনিটি’ নামে হ’ল যুক্ত।
হতেই হবে সফল এবার তোমার স্বদেশ ভাবনা,
বিশ্বের কোথাও এমন দেশ খুঁজে পাব না!
জাতি পেলো পথের দিশা, সাহস আর ধৈর্য্য,
চিরকাল অম্লান থাকুক তোমার বল ও শৌর্য্য।
চলার পথে হাজারো বাঁধায় হার কভু মাননি,
তাইতো তোমায় বলে -‘মানবতার জননী!’