কানার সাথে কানি যেমন
টানার সাথে টানি,
জানার সাথে জানি তেমন
হানার সাথে হানি!
কাটার সাথে কাটি যেমন
চাটার সাথে চাটি,
ঘাটার সাথে ঘাটি তেমন
ফাটার সাথে ফাটি!
বলার সাথে বলি যেমন
দলার সাথে দলি,
গলার সাথে গলি তেমন
ঢলার সাথে ঢলি!
মারার সাথে মারি যেমন
তাড়ার সাথে তাড়ি,
ছাড়ার সাথে ছাড়ি তেমন
বাড়ার সাথে বাড়ি!
কড়ার সাথে কড়ি যেমন
ধরার সাথে ধরি,
গড়ার সাথে গড়ি তেমন
সরার সাথে সরি!
তালার সাথে তালি যেমন
চালার সাথে চালি,
গালার সাথে গালি নেই!
নিরর্থক খালি!