গোপীবাগে গোপী নেই
মালিবাগে মালি,
শান্তিনগরে সারাজীবন
অশান্তিই খালি!
রাজারবাগে রাজা কই
পরীবাগে পরী!
স্বামীবাগে ভালো স্বামী
খোঁজে আমি মরি!
কচুক্ষেতে কচু চাষ
কেউ কি দেখেছে?
নীলক্ষেত, খিলক্ষেতে
কিযে স্বপ্ন এঁকেছে?
হীরামতির ঝিল আছে
আছে হাতিরঝিল,
পিলখানায় দেখি নাতো
তৈরি হতে পিল!
দিলখোশায় থাকেনা কেউ
সদা খোশ দিলে,
সদরঘাটের যানবাহন
ভেসে থাকে জলে।
নিমতলীতে নিম নেই
কলাবাগানে কলা,
বসুন্ধরায় মাটি নেই
যায় নাতো বলা!
বাবুবাজারে বাবু নেই
তাঁতীবাজারে তাঁতী,
ফকিরাপুলে ফকির নেই
হাতিরপুলে হাতি।
কমলাপুরে কমলা নেই
আছে কেবল কুলি,
তোপখানায় তোপ নেই
গুলিস্থানে গুলি!
বায়ান্ন বাজার তিপ্পান্ন গলির
যত ছিল আড্ডা,
গুলশান, রামপুরা,
বনানী ও বাড্ডা!
খিলগাঁও, তেজগাঁও এখন
গাঁও নয় শহর,
বংশাল, রমনা, মুগদা
নামের-ই বহর!
গোলাপবাগে গোলাপের
বাগান নেই আর,
নবাবপুরে নবাব নেই
কিসের মগবাজার?