শত বৎসরের অসীম সমুদ্রের কল্লোল,
আজো কী থামিয়া আছে ?
জাগিয়া আছে কী ?
ঘুমন্ত শিশুর স্থিরমন ।
জানি হে সখা জানি,
তোমার কারনে উত্থিপিত হচ্ছে
প্রকৃতির এই দিশাকৃতি ।।
জানি হে আমি,
তোমার অন্তে গাঁথা আছে অসীম বাণী ।
হস্তের নাড়াতে একবার যদি
অন্তক্ষিপ্ত হয়ে চেয়ে থাকি,
জানিতে পারিব বিশ্বে রহিয়াছে যত কথ্যকাব্য বাণী ।।


জানি হে আমি,
তোমার কালো অক্ষরের শৃঙ্খল এতই যে শক্তিশালী,
যতই কঠিন পাহাড় সামনে চেয়ে থাকুক না কেন ভাঙ্গিতে পারিব মানি ।।
জানি হে আমি,
তুমিই পার হ্নদয়ের আশাকে,আত্নার আনন্দধ্বণীকে,অসীম আকাশকে

একখানা কাগজে মুড়িয়ে দিতে ।।
পার হে তোমা দিয়েই সাঁকো বাঁধিতে ।
তোমার কালো অক্ষরের শৃঙ্খলের ফলে
আজি আমি উত্থিপিত হয়েছি উচ্চস্থানে ।
তোমাতে গাঁথা রহিয়াছে যত স্মৃতিত্ব,
ভুলিবনা আমি চলিয়া গেলেও আমার প্রাণও ।।


রচনাকালঃ২.৯.১৪
চাকাই,বীরগন্জ


কবিতাটিতে হয়তো সাধু ও চলীত ভাষা মিশ্রন আছে
ভুল হলে ক্ষমাপ্রার্থী,