স্বপ্নের ডায়ে বায়ে
উদাসী তুমি,
তুমি যে আমার শ্রেয়সী ।
ভোরের পাখি ডাকা
কলকল শব্দে ।
শিশির ভেজা ঘাসের ছোঁয়াতে,
তুমি যে আমার প্রেয়সী ।
তোমার দুটি টানা টানা আখিঁতে
হাসিতে ছড়ানো মুক্তোর ঝড়ে,
গর্বিত করেছ আমাকে।
উদাস করেছ ভূবনকে ।
কালো মেঘে ছেয়ে গেছে
এলোমেলো তোমার কেশ,
হাঁটার মাঝেও যেন উড়ু উড়ু ভাবে
লাগেও বরং বেশ ।
রাতে চন্দ্রিমার কিরনে,
ঝলঝলে তোমার মুখের দিকে চেয়ে
ভেসে উঠে অপরুপার সৃষ্টি,
তুমি যে আমার রুপসী ।