স্বপ্ন বাড়ি যায়
চড়ে ইচ্ছে ডানায়
ঐ পাহাড়ের ঢালে
ঘর বাঁধিনু যেথায় ।


স্বপ্ন মেঘকে ভালবাসে
তবে পাহাড় কেন ?
কেননা
অতৃপ্তদৃশ্য হেন ।


স্বপ্ন শুভ্রকে ভালবাসে
তবে পাহাড় কেন?
কেননা স্বপ্নকে পাহাড়
রাঙ্গায়নি তখনো।


জিজ্ঞাসিলাম,
মেঘের সৌন্দর্য কেন তোমাকেই ঘিরে?
পাহাড়েই স্পষ্টত মেঘ
তাই বারেবারে আসে ফিরে।


সুধালাম
কেন তোমায় ভালবাসি?
কারণ শুভ্র-মেঘে
শাশ্বত আমার হাসি ।


মেঘ কেন তোমায়
এতো ভালোবাসে?
মেঘ-বৃষ্টিতে
বৃক্ষরাজি, লতা-পাতা মোর হাসে।


আমায় শুভ্র-মেঘ খুঁজে দাও
বাঁধি বাহুডোরে
মেঘ-বৃষ্টির ভালোবাসা
এই সবুজর তরে।


মেঘ সৌন্দর্যে পাহাড় যেন
আমার বুকের মাঝে
প্রেয়সীর সহিত দর্শিবো চাঁদ
সন্ধ্যা রবির সাঁঝে।


মেঘ-শীতল হাওয়া বয়
  ঝিঁঝিঁ ডাকা রাত
ছায়াপথের প্রজ্বলনে
দেখবো মোরা ঐ আকাশের চাঁদ।


দূর পাহাড়ের ঝর্না  ধ্বনি
  আসবে কানে ভেসে,
নির্জনতার শৃঙ্খল ভেঙ্গে
উঠবো মোরা হেসে।


ঢাল পাহাড়ে বসে আমি
মেঘের পানে চেয়ে
চাঁদের আলোয় স্নান করিবো
মেঘ চলবে ধেয়ে ।


পাহাড় চূড়ায় বিচরিত
সাদা মেঘের ভেলা
শুভ্র মেঘে
  চন্দ্র-সূর্যের লুকোচুরি খেলা।


মেঘের কাছে পাহাড় ঢালে
আবাস গড়তে চাই
যেন  অসীম নীলে মেঘকে আমি  
ছুঁয়ে দিতে পাই।


পাদদেশে গহীন অরণ্যে
তীব্র নির্জনতা
মেঘ পৃষ্ঠে যাত্রী হবো
ফেলে পর্বত কঠিনতা।