সনেট
"""""""""""""
কী করিবে শেষে
  _ আল মুস্তাগনী


জনে জনে কত মনে        গায় তব গীতি
মনের গহীনে রাখে        শত প্রেম-প্রীতি৷
কেউ তো প্রহর গুনে       তব অপেক্ষাতে
আনমনে হিয়া বনে        পুষ্পমাল্য গাঁথে৷
লাইলী আশেতে কেহ      প্রেম-পত্র লেখে
শত শত পত্র লিখে        কেহ দেয় রেখে৷
চাতকের মত কেহ        পথ চেয়ে রয়
অবুঝ প্রেমিক মন       কত আর সয়?


এত এত প্রিয়জন        তব হৃদঘাটে
আনন্দে মুখর তুমি        থাকো পঞ্চপাঠে৷
কারো তরে দোয়া মাঙো     দরগাহে খোদা
কাউকে আপন করে       বুকে রাখো সদা
দিন যায় রাত আসে      প্রেমোসাকী বেশে
চারণ সকল জনে      কী করিবে শেষে?