ফুলের মধু
খেতে লাগে দারুণ
অনেক মজা।

ফুল পাখিরা
চারদিকে ডাকছে
কিচির মিচি।

ফুল বাগানে
ফুলের মধু করে
কৃষাণ চাষ।