পাখির গানে সকাল হয়
মোরা সবাই জানি,
মজিদ থেকে ভেসে আসে
ফজর আযান ধ্বনি।
নামাজ পড়ে দোয়া করো
তোমার প্রভুর কাছে,
মাফ করে দিবে তোমার
যতো গুনাহ আছে।