কবিতা
ধান ফুলের গন্ধ
মোঃ এনামুল হক


ওহে শহরের বাবু সাব শোনো
পাহাড় নদী মাঠ পেরিয়ে
দখিনা বাতাসে ভেসে আসা
ধান ফুলের গন্ধ তোমার নাকে
কি কখনো পেয়েছো ?
পাওনি খুঁজে পাওয়ার চেষ্টাও করনি,
পেলেও গিয়েছ এড়িয়ে।
তুমি তো পেয়েছো শুধু কৃত্রিম
পারফিউমের সুবাস
ওহে শহরের বাবু সাব।
তুমি কি কখনো বাংলার মাটিতে খালি পায়ে হেঁটেছো?
হাঁটোনি, তুমি তো হেঁটেছো
হরেক রঙের বিছানো কার্পেটের উপর,
কেমন করে বুঝবে বাংলার মৃতিকার স্বাদ
ওহে শহরের বাবু সাব।
তুমি কি কখনো দেখেছো বিশাল বাংলার বুকে
সবুজের সমাহার দেখোনি!
তুমি তো দেখেছো শুধু বড় বড় অট্টালিকা আবির্ভাব
ওহে শহরের বাবু সাব ।
ধান ফুলের গন্ধ কেমন জানো জানো না কো
আমি কৃষক  আমি জানি, যে গন্ধে মায়ের মমতার গন্ধ খুঁজে পাই
ওহে শহরের বাবু সাব
ধান ফুলের গন্ধ আমার মুখের অন্য টুকুর
কথা স্মরণ করিয়ে দেয়
ধান ফুলের গন্ধে বুকের কলিজা টা অনেক গুন বড় মনে হয়
ওহে শহরের বাবু সাব।
একবার এসো প্রিয় বাবু সাব ঘুড়িয়ে দেখাবো
বাংলার বুকে সবুজের সমাহার
ওহে শহরের বাবু সাব।


দেখাবো ধান নিও ঘ্রান যাবে না মান
শোনাবো পাখিদের কলতান
হৃদয়ে পারবে শান্তির প্রভাব
ওহে শহরের বাবু সাব।