মুজিব মানেই একটি দেশ
মোঃ এনামুল হক


মুজিব নামের একটি সূর্যের
উদয় হলো যখন,
একাত্তরে বিজয়ের আলো
হেসে উঠলো তখন।


মুজিব কবির হৃদয়ের লেখা
কি লেখেছে দেখো!
তোমাদের যা কিছু আছে
তাই নিয়ে প্রস্তুত থাকো।


মুজিব কবির একটি কবিতা
মুক্তি মোরা চাই,
স্বাধীন বাংলা ছাড়া মোদের
কোনো শান্তি নাই।


মুজিবের ডাকে যুদ্ধে নামে
লড়াকু এই জাতি,
শান্তি কামি বিপ্লবী দল
দেহে আনে গতি।


মুজিব বলে ঝাঁপিয়ে পরো
যে যেখানে আছো,
হিন্দু মুসলিম চাষা জেলে
স্বাধীন হয়ে বাঁচ।


মুজিব মানেই একটি দেশ
একটি স্বাধীনতা,
স্বাধীনতা জানতে খুলবো
ইতিহাসের খাতা।


আসুক বাংলায়  যতো নেতা
যে যেখানেই যাক,
মুজিব নামের এই নেতাটি
অমর হয়ে থাক।