পুড়ে মানুষ অন্তর জ্বালায়
মোঃ এনামুল হক


আবেগঘন মন্ত্র পাঠে
কামুক হয়ে গোপন ঘাটে,
ফুলে মধু ভোমর লুটে।
মন আনন্দে ঝরল ঘাম
ঐ আন্দোলনের নাই দাম,
পাপের ফসল দিলো নাম
ঘুরে আসে গিয়ে দ্বারে
তবু যায় বারে বারে,
এবার বাবু ঘার ধরে।
ভ্রু কুঁচকে অশ্রু চোখ
ঠোঁট কাঁপিয়ে লুকায় মুখ,
ঘার ঘুরিয়ে খোঁজে সুখ।
রাস্তায় চক্ষু আসমানে মন
মনে এবার ধরে ঘুন,
দেহে প্রান যতক্ষণ ।
দিবা রাত্রি গাছের তলায়
এই পৃথিবীর প্রান্তশালায়,
পুড়ে মানুষ অন্তর জ্বালায়।