মেঘের ভেলা করছে খেলা
ওই যে নীল গগণে,
নামলো বুঝি নদীর ধারে
লাগলো ছোঁয়া বদনে।

সাদা সাদা মেঘের পাহাড়
হাওয়ায় হেলে দুলে,
কাশবনেতেও দিচ্ছে দোলা
সবুজ ডগার ফুলে।

মেঘের ভেলা কাশের ফুল
দেখতে উভয় সাদা,
মেঘের মতো ফুলের মতো
তোমার চুলও দাদা!

শরৎ কালের শুভ্র সাজে
বেজার দাদার মন,
কেউ বলেছে দাদার চুল
ঝাঁকড়া কাশের বন।

বিঃদ্রঃ [ছড়াটি ২৮ আগস্ট ২০২২, "দৈনিক যুগের আলো", ১৮ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে "দৈনিক করতোয়া" পত্রিকা এবং "মাসিক কুঁড়ি" ম্যাগাজিনের সেপ্টেম্বর ২০২৩ সংখ্যার প্রকাশিত]