ভালো থাকা হলো না
ভালো রাখা হলো না,
ভালো থাক সকলেই -
এই মোর কামনা।

ভালো থাকা বুঝি না
ভালো থাকা খুঁজি না
আমি শুধু বুঝি খুঁজি
যত আছে যাতনা।

ভালো থাকা সরে গেছে
ভালো থাকা মরে গেছে
ভালো আছি ভালো আছি
এটা শুধু রটনা।