দেশ মাতাকে বাসবো ভালো
এবং দেশের মাটি,
ভালোবেসে দেশ পরিবেশ
রাখবো পরিপাটি।

দেশের মতো বাসবো ভালো
আমার প্রিয় গাঁটি,
দেশকে ভালোবেসেই হবো
মাটির মতো খাঁটি।