রোজ সকালে যেই পাখিটা
কিচিরমিচির ডাকে,
ফুলের সাথে যেই পাখিটা
নাচে শাখে শাখে।

সেই পাখিটা সত্যি কি ভাই-
মহা সুখে থাকে?
ভেবে বলুন ক'জন মানুষ
তাদের খবর রাখে।

মা পাখি রোজ ছুটে বেড়ায়
ছানা রেখে বাসায়,
ফিরবে কখন জুটবে আহার
থাকে সেই আশায়।

যারা পাখি শিকার করো
বন্দী রাখো খাঁচায়,
তারাই বলো ওই ছানাদের-
কে খাইয়ে বাঁচায়।

বিঃদ্রঃ [ ইহা একটি মানবিক কবিতা, আসুন আমরা পাখি শিকার রোধ করি এবং অন্যকে পাখি শিকারে বাঁধা প্রদান করি। মনে রাখবেন, প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে পাখিরও রয়েছে বিশেষ অবদান। ]