এসো নবীন এসো তরুণ
গাহি মানবতার গান,
মোদের কাছে গরীব- ধনী
সবাই সমান।
জীর্ণতা- শীর্ণতা দূরীভূত করে
আনতে হবে নবীন প্রভাত
এই হোক মোদের আহ্বান।


বৃক্ষের মতো মোরা সারি সারি
দাঁড়িয়ে। ফুটাবো শতফুল শতদলে
মিথ্যার কাছে কভু মানবোনা হার
সত্যের তরে হবো পর্বত অটল।
মাথা উচু করে দাঁড়িয়ে,
আনবো নব কোন প্রভাত।


কমলের মতো মোরা সদয় হৃদয়
জীর্ণতা জীবনে বাঁধবেনা ঘর,
মৃত্যুর তরে নাহি করি ভয়
প্রয়োজনে বিলিয়ে দেব
যা আছে সঞ্চয়।
এসো নবীন এসো তরুণ
গাহি মানবতার গান
মোদের কাছে কুলি আর মজদুর
সবাই সমান।