কোন এক গোধূলি আভায়
হেমন্তের শিশির ভেজা সকালে
ঘুঙ্গুর পরা নব বালিকাদের দলে
ভোলা পথে এসেছি
কতটা মায়া কতটা মমতা
আমি থেকে যেতে চাই
এ পথ এ মাটির মাঝে।


আমি এসেছি পাতা কুড়ানিদের দলে।
দল বেধেঁ ওড়ে চলা পানকৌড়ির বেশে।
নিড়ে ফেরার আশা নেই,
আছে চাওয়া।
নিবে আমায় তোমাদের সাথে
কাস্তে, কোদাল চালতে
আলপথে খোলা মাঠের ক্ষেতে
আমি থেকে যেতে চাই
এই খোলা দিগন্ত জোড়া মাঠে।


আমি এসেছি বেদুইনদের নৌকার বহরে
তবে ঠক ঠকামি
আমি মোটেই মানিনা
আনন্দ বেদনার বন্ধন
মেলাতে মোর নৃত্য বাজে
আমি থেকে যেতে চাই
পাড়ার টুনু, মনু লটুদের সাথে।।।