দূর্গম গিরিপথ রবি অস্তিল ভবে
দূর দিগন্তের পথে,
ঝড় ওঠেছে গভীর নদে
বইঠা বাইবে কে? আমি অচেনা
পথিক, সাঁতার জানা নাহি
অতল এই উত্তাল নদে।
মোর জীবনের বেলা শেষ
ডুবছে তরী নদে,
লা ইলাহা ইল্লাল্লাহু
জপ মন মোহাম্মদী স্মরণে
বেলা শেষ বেলা শেষ
ডুবলো তরী গভীর নদে।


তিমির রজনী উত্তাল নদ ফুফিয়া ওঠে,
তরী কাঁপিতেছে থাকি থাকি
সংশয় মনে তরী কি ভিড়বে তীরে।
সমস্বরে গাও ঐ গান
লা ইলাহা ইল্লাল্লাহু
জপ নাম মোহাম্মদ
জীবনের শেষ বেলাতে।