সখী,
তোমার এ 'মান' তোমায় সাজে'না
তোমার হিয়ার তটে
আমার পরান বাঁধা।
তোমাতে আমাতে,
কে কি বলিল তা আমায় বাজে'না
সখী,এ বেশ তোমায় সাজে'না।


সখী,
তুমি তো সেজেছো আমার লাগি
কালো কেশে পরেছ কদম্বকলি
নয়নে পরেছো পীত্ব কাজল,
নাসায় পরেছো বালী
মুক্ত আকাশে,
জ্বলছে পূর্নিমার শশী।
এমন বেশে এ লাজ ' তোমার সাজে ' না
এমন করে অভিমানে,
তুমি কেশ বাঁধনা
সখী, এ বেশ তোমায় সাজে' না।