আমি মানছি তুমি আমার হবে না
ভালবাসা তো আমারি
তোমাতে ছিল না
যেটুকু ছিল তা বাস্তবতা
আমি মেনেই নিয়েছি।
দুরুত্ব যতই আছো তুমি কাছাকাছি
এটাই বাস্তব, তাই সত্য
আর তুমিই বাস্তবতা!


আজ আকাশের কোণে তোমার বাড়ি
আমি বাশঁ বনের ঝিঁঝি পোকা
হয়তো কোন দিন হতে পারি সূদর্শনা।
তুমি দুরে থাকো যতটা দুরে
আছো খুব কাছাকাছি
বাস্তবতা তো
আমি মেনেই নিয়েছি!


তুমি নীল আকাশের কোণে সাদা মেঘ
আমি হয়েছি শরতের ঠুনকো কাশ
পাওয়াটা হতে পারে বেদনার
তবুও ভালবাসি।
যেতে যেতে হরিয়ে যাব সেদিন
তবুও ভালবাসি ঐ নদী
এটাই বাস্তবতা।
তোমাকে ও মানতে হবে জানি।।