শ্রষ্টা যে রূপ দিল গড়িতে তোমারে
     কি অদ্ভুত কারিগর
বড় আনাড়ী এই ধরাতে
সে রুপে হতে পারোনি তুষ্ট তুমি
সেজেছো যে কৃত্রিম রূপে
দিয়েছো যা সজ্জন ভুলাতে
    তা তোমায় করেছে
ছদ্মবেশী ভন্ড ভুতুড়ে।।


তোমায় সৃজিত করিল যিনি
আপন হাতে
আপন পরের হিসাব মেলাতে
হইলে ছদ্মবেশী।
যা কেড়ে নিলো রূপ মাধবী।।