পূর্ব দিগন্তে বাজছে দামামা
অন্যায়ের সিকল ছিড়ে
ভেঙ্গে ফেল আছে যত তালা
ভূতল ছেদিয়া ওঠো জাগি
ওহে তরুনের দল,
সময় এসেছে জাগতে হবে
অধিকার আদায়ে লড়াই কর।
ঘুমের ঘোরের ভণিতা আজি ছাড়
হাতুড়- কুঠার সবল হাতে
জমিনে নেমে পড়
ওরে জাগরে তরুণ জাগ।


ভিনদেশীদের দোষর হয়ে থাকবি
কতকাল-
মায়ের কোলের শিশুর মুখে মুখে
হাসির ছটা দোলে,
শপথ করো হাতে রাখিয়া হাত
বাঁচতে হলে লড়তে হবে,
ক্ষুধা- দরিদ্রতার ভাঙ্গতে হবে
ওড়াও ওরে বিজয় নিশান
ওরে জাগরে তরুণ জাগ।


বিশ্বজুড়ে ডাক ওঠেছে
স্বাধীন হবে ফিলিস্তান
আবার হাসবো মোরা এক সাথে
গাইবে মুক্ত পাখি গান,
অন্যায় আর মানি না মানবো না
দখলদারদের অন্যায় অবিচার
লাশের রক্তের গঙ্গায় এবার
স্বাধীন হবে ফিলিস্তান
ওরে জাগরে তরুণ জাগ।


সূর্যের আলো আজ দেশে দেশে
নতুন রুপে তেজিয়ান,
বাতিলেরা এবার লেজ গুটিয়ে
ছাড়বে এই ময়দান
ওরে জাগো ওরে জাগো
তরুনেরা  হও শতদল।


২৫.১০.২৩