মাঠের প্রান্তর জুড়ে হামাগুড়ি খেলে
ঘাম ঝরে দরদর রৌদ্র তাপে
লক্ষ কোটি মানুষের আহার জোগাতে
নেই যার নিস্তার
ভোর থেকে সন্ধ্যা সমস্ত দিনভর
ঝড় আর বৃষ্টিতে, সূর্যে উগ্র তাপে
পিঠের চর্ম যার পুড়ে হয় ছারখার
তবুও তার নেই এতটুকু ক্লেশ
নেই কোন অভিযোগ,
খদ্দের মুখের হাসিতে ফোটাতে যার
ভরে হৃদয় খানি,
সেই তো আমাদের গ্রামের
কৃষক মেহের আলী।।


নেই তার লেখাপড়া পাক্কা হিসাব
যোগ, বিয়োগ, গুণ, ভাগ
আঙ্গুলের পীঠ চলে সমান তালে
মুখে তার হিসাব মিলে হাজার টাকার
মাঝে মাঝে তার হিসাবে
আটকে যায় মহাজনের খাতা।
আমাদের গ্রামে কৃষক
মেহের আলী ভাই হিসাবে পাকা।


কুড়ি শত জমি তার সবটাই আবাদী
করলা, চিচিঙ্গা, সীম আর ফসল বাহারি
এক টাকা, দুই টাকা বাজার দরে
বেচে বেচে দিনভর
সন্ধ্যায় বাড়ি ফিরে।
আমাদের গ্রামের কৃষক
মেহের আলি।